1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সরিষাবাড়িতে বন্যা পরিস্থিতির অবনতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৭৭ Time View

১৭ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, সরিষাবাড়ি

উজানে ভারী বর্ষণ ও পাহড়ী ঢলে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলের ৩ টি ইউনিয়ন সাতপোয়া, পিংনা ও পোগলদীঘা যমুনা তীরের ২৫ গ্রামের প্রায় ২ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, তলিয়ে যাচ্ছে খাল বিল ডোবা পুকুর ঘাট ও নদ নদী গুলো। ইতোমধ্যে সরিষাবাড়ি উপজেলায় ধানাটা-চর জামিরা, সরিষাবাড়ি পৌরসভা-চর সরিষাবাড়ি পর্যন্ত পাঁকা সড়কের  কয়েকটি স্থান বন্যার পানিতে ধ্বসে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে যাতায়াত ব্যবস্থা। রোপা ধানের বীজ তলা, শাক সবজী, কাঁচা মরিচ, লাউ কুমড়া ও বেগুনের টাল ডুবে গেছে। চর জামিরা আদ্রা ছাতারিয়া, চর সরিষাবাড়ি গ্রামের কয়েক জন কৃষক জানান, সবে মাত্র ৭/৮ দিন হলো আমরা রোপা ধানের চারা ফেলেছি। কিন্তু হঠাৎ বন্যার পানিতে সব তলিযে গেছে। দ্রুত পানি নেমে না গেলে সব বীজ তলাসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে উপজেলা কৃষিবিদ অনুপ সিংহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ ৩ দিন হলো পানির চাঁপ বৃদ্ধি পাচ্ছে। চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম বন্যায় তলিয়ে গেছে। দেখা যাক বন্যা কতদিন স্থিতি হয়। এ সময় পার হওয়ার পর নিরূপন করা যাবে ক্ষতির পরিমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark