1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪০৪ Time View

সুনামগঞ্জ জেলায় নদীর পানি কমতে শুরু করেছে। এতে পৌরশহরের কাজিরপয়েন্ট, ঘোলঘর, উকিলপাড়া, হাছননগরসহ বেশকিছু এলাকার বাড়ি থেকে পানি নেমে গেছে।

সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, রোববার (২৮ জুন) থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। শহরের অনেক এলাকার পানি নেমে গেছে।

তিনি জানান, সোমবার (২৯ জুন) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের দিন ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, জামালগঞ্জ, দিরাইসহ ১১টি উপজেলার সঙ্গে জেলার সরাসরি সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। পানিতে তলিয়ে অনেক সড়ক ভেঙে গেছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বন্যাপরিস্থিতি উন্নতির দিকে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষদের জন্য শুকনো খাবার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এভাবে পানি কমতে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বা উঁচুস্থানে আশ্রয় নেওয়া মানুষ আগামী দু’-তিন দিনের মধ্যে নিজ বাড়িতে ফিরতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark