কাগজ প্রতিবেদক, শেরপুর :
আমরা পরিবেশের ক্ষতি করতেছি, পরিবেশও এখন আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া শুরু করেছে। আমরা গাছ কাটি কিন্তু রোপন করিনা। যে কারণে পরিবেশের ভারসাম্যহীন অবস্থা তৈরি হচ্ছে। কাজেই আমাদের ভবিষ্যত প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
রোববার (৩০ জুলাই) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আনম আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, আনসার বিভাগের পরিচালক এ এস এম আজিম উদ্দিন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বনবিভাগ সহকারী বনসংরক্ষক মোহাম্মদ ইউসুফ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যসহ বিভিন্ন নার্সারির মালিকদের সফলভাবে অংশগ্রহণ করায় শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবার এ বৃক্ষমেলায় একমাত্র পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনসহ ৪৪টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সভাপতির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা আনম আবদুল ওয়াদুদ বলেন, আমরা গারো পাহাড়ের পরিবেশ সুন্দর করতে নানামুখী পরিকল্পনা গ্রহন করেছি। হাতিসহ জীব বৈচিত্র রক্ষায় গারে পাহাড়ে অভয়ারণ্য করার চেষ্টা চলছে।
ক্রেষ্ট ও সার্টিফিকেট হাতে পেয়ে সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন বলেন, আমরা শেরপুর জেলার পরিবেশ, জলবায়ু ও জীব বৈচিত্র রক্ষায় কাজ করে যাচ্ছি। গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব বন্ধ করতে হাতি ও পশু পাখির অভয়ারণ্য গড়ে তোলার দাবি দীর্ঘ দিন ধরে করে আসছি। একইসাথে ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্যও আহ্বান জানিয়ে আসছি।