1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে নারী যাত্রী অপহরণ, ৫ ঘন্টা পর উদ্ধার : আটক-৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২ Time View

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার (১০ মে/২৫) ভোরে এক নারী যাত্রীকে অপহরণ, তার প্রেমিককে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য়তলা একটি রুম থেকে ওই নারী যাত্রীকে উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। তবে প্লাটফরমে ওই নারী যাত্রী ও তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ-মারধরের ঘটনা চলে প্রায় দেড় ঘন্টা। ৪০গজ দূরে নিরাপত্তা কর্মীর অফিস ও ৬০গজ দূরে রেলওয়ে ফাঁড়ির অফিস থাকলেও তারা কেউ এ ঘটনায় এগিয়ে আসে নাই।

আটককৃতরা হলেন রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমের মৃত আহাম্মদ আলীর পুত্র খোকন মিয়া (৩০), পৌর শহরের নতুন বাজারের সুরুজ মিয়ার পুত্র মো. রাব্বি মিয়া (২০), দেলোয়ার হোসেনের পুত্র রায়হান উদ্দিন (২১) ও বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন বলেন, সে বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরেও ধিরাই উপজেলার ষোড়শী কন্যার সাথে প্রেমের সম্পর্ক হয়। তাকে নিয়ে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার জন্য গৌরীপুর জংশনে রাতে আসেন। তারা স্টেশনে পৌঁছার ৫মিনিট পূর্বে ট্রেনটি স্টেশন ত্যাগ করে। এরপরে তার প্রেমিকাকে নিয়ে স্টেশন প্লাটফরমের মুসাফিরখানায় অপেক্ষা করছিলেন। রাতে স্টেশনের বড়ভাইখ্যাত খোকন মিয়া এসে এ’জুটিকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাকে মারধর করে স্টেশনে তাকে আটকে রাখে রাব্বি ও রায়হান। ওদের পায়ে ধরেছি, এরপরেও কিলঘুষি মেরেছে আর বড়ভাইখ্যাত খোকন মিয়া ভোর সাড়ে ৩টার দিকে স্টেশন থেকে মেয়েটাকে নিয়ে যায়। এরপরে আমি বিষয়টি পুলিশ ফাঁড়িতে এসে জানাই।

বড়ভাইখ্যাত খোকন মিয়া জানান, তিনি স্টেশনে বৈশাখী হোটেলে দেড়টায় এসেছিলেন নাস্তা করতে এসেছিলেন। পরে স্টেশনে এসে দেখেন ছেলে-মেয়ে একসাথে বসা। মেয়েটার স্পর্শকাতর স্থানে ছেলেটি (প্রেমিক) হাত দিচ্ছে। তা দেখে ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী দাবি করলে তার সন্দেহ হয়। এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে ছেলেটা তার স্বামী নয়, প্রেমের সম্পর্কে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এতে তিনি ওই মেয়ের বাবাকে কল দেন এবং মেয়েটিকে তার হেফাজতে রাখার অনুরোধ জানান। সেই অনুরোধে তিনি মেয়েটিকে নিয়ে গেছিলেন। স্টেশনের ফাঁড়ি পুলিশ ও নিরাপত্তা কর্মীদের না জানিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া তার ভুল হয়েছে। মেয়েটা জানায়, আনোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্কে গৌরীপুর আসছিলেন। স্টেশনে রাতে দু’জন বসেছিলেন তখন দু’তিন এসে আনোয়ারকে মারধর করে। আমাকে সেখান থেকে নিয়ে যায় অন্যস্থানে। শ্লীলতাহানির চেষ্টা করলেও তারা পারে নাই।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাবইন্সপেক্টর আবুল কালাম জানান, স্টেশনে অপেক্ষমান যাত্রীকে শারীরিক নির্যাতন ও নারী যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়েছে। মেয়েটির বাবা এসেছে। মেয়েটিও তার বাবার সাথে চলে যেতে ইচ্ছুক। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark