ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে শতবর্ষী অচিন্তপুর আগপাড়া জামে মসজিদের নতুন অসমাপ্ত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।
মসজিদের খতিব মোঃ আল আমিনের সভাপতিত্বে ও নবনির্মিত ভবনের তত্বাবধায়ক কাসেম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহজাহান মিয়া, মসজিদ কমিটির সদস্য মোঃ চাঁন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদর, গৌরীপুর পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মঞ্জুরুল হক, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল ইমরান খান প্রমুখ।
মসজিদের নতুন ভবন নির্মাণের তত্বাবধায়ক কাসেম চৌধুরী জানান- একতলার ছাদ ঢালাই দিলেও এখনো অনেক কাজ বাকী। অশিষ্ট কাজ শেষ করতে আরও পাঁচ লাখ টাকার প্রয়োজন। দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।