1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

গরু জবাই করলেই আরো কঠোর শাস্তি উত্তর প্রদেশে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২০৯ Time View

গরু জবাই পুরোপুরি বন্ধ করতে আরো কড়া শাস্তির ব্যবস্থা করল ভারতের উত্তর প্রদেশ সরকার৷ যোগী রাজ্যে এবার গরু জবাই করলে দশ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ রুপি পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ এর জন্য ১৯৫৫ সালের গো হত্যা আইনেও সংশোধন করছে উত্তর প্রদেশ সরকার৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়৷

সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য একটি অধ্যাদেশ জারি করা হবে৷ যেহেতু বর্তমান পরিস্থিতিতে বিধানসভা অধিবেশন কবে বসবে তা অনিশ্চিত, সেই কারণেই অধ্যাদেশ এনে সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে৷ ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দিষ্ট পদ্ধতি মেনেই আইনে সংশোধন আনা হবে৷

গরু জবাই আটকাতে বর্তমান আইন যথেষ্ট কঠোর এবং প্রভাবশালী নয় বলেই মনে করছিল উত্তর প্রদেশ সরকার৷ রাজ্যে গরু জবাই আটকাতে তাই আরো কড়া আইনের কথা ভাবা হচ্ছিল৷ কোনো অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় বার একই অভিযোগ পাওয়া গেলে তার দ্বিগুণ শাস্তি হবে৷

বর্তমানে যে গো হত্যা প্রতিরোধে যে আইন রয়েছে, তাতে ন্যূনতম শাস্তির কোনো উল্লেখ নেই৷ কিন্তু নতুন যে অধ্যাদেশ আনা হয়েছে, তাতে সাত বছরের জেল এবং ১০ হাজার রুপিজরিমানা অথবা ১০ বছরের জেল এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে৷ রাজ্যপাল এই অধ্যাদেশে অনুমোদন দিলেই তা কার্যকর হবে৷

সূত্র : নিউজ ১৮ ও টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark